আমায় যদি

আমায় যদি তোমার সাথে জড়িয়ে তুমি থাকতে দিতে
যেমন থাকে চুলের সাথে জরির খোঁপা রঙ্গিন ফিতে।
যেমন থাকে রুপোর নুপূর তোমার কোমল চপল পায়ে
যেমন করে ঢাকাই শাড়ি জড়িয়ে থাকে তোমার গায়ে।
যেমন করে জড়িয়ে থাকে হাতের চুড়ি রংয়ের বাহার
যেমন করে নরম পোষাক জড়িয়ে থাকে বুকের পাহাড়
যেমন করে অন্তর্বাস জড়িয়ে রাখে “গোপন নদী”
তেমনি করে আষ্টেপৃষ্ঠে জড়িয়ে আমায় রাখতে যদি।