তোমরা খোলা চোখে অপেক্ষা করো

একদিন এদেশে অনেক মিনার মাথা তুলে দাঁড়াবে
সকল শহীদ মিনার ভেঙে সেখানে
হিংস্র ও যুদ্ধবাজ মসজিদের মিনার দাঁড়াবে
তোমরা অপেক্ষায় থেকো….।
জেগে থেকো, ঘুমিয়ে যেওনা
এমন ধ্বংস আর পতন খুব বেশি দেখা যায়না
দেখা যায়না এমনতর মানবিক বিপর্যয়
কালের সাক্ষী হতে অপেক্ষায় থেকো
জেগে থেকো…।
বাঁহাতে চোখ কচলে নিয়ে দাঁড়িয়ে থেকো
প্রয়োজনে চোখে জলের ঝাঁপটা দাও
ঘুমিয়ে পড়োনা
নিজের মা’কে ধর্ষণে ধর্ষণে রক্তাক্ত হতে
নির্বিকার দেখতে পারেনা কেউ
আমরা পারি, আমরাই পারবো
ঘুমিয়ে পড়োনা। জেগে থাকো । দেখতে হবে
আয়োজন প্রায় শেষ। লাল সবুজের বাংলা মা স্থবির
যেনো মৃত্যুদণ্ড পাওয়া আসামীর মতো এগিয়ে যাচ্ছে ফাঁসির মঞ্চে
তোমরা অপেক্ষায় থাকো
তারপর আমরাও ইতিহাসের অংশ হবো
আমরাই হবো বিশ্ব মানচিত্রে মাতৃ ধর্ষণ উপভোগ করা
একমাত্র জাতি ।