প্রতিক্ষা

আজও কেউ কারো জন্য প্রতিক্ষা করে
শুনলেই কেমন যেনো লাগে
বহুকাল আমি কারো জন্য প্রতিক্ষা করিনা
রেডিওতে শুনিনা ঝড়ের পূর্বাভাস
সমূদ্রে আজ কতো নাম্বার সিগনাল
আজকাল অনেক কিছুই করিনা
আজ যারা প্রতিক্ষা করছে তারাও একদিন
প্রেমিকার নান্দনিক চোখ নিয়ে প্রতিক্ষা করবেনা
তারাও সংসার সমুদ্রে ডুবে যাবে
আমার মতোই তাদেরও সংসারের আনাচেকানাচে
মাকড়শার জালের মতো ঝুলে থাকবে
ক্লান্ত চোখের আটপৌরে “অপেক্ষা” শব্দটা
আমি তাদের ভবিষ্যৎ ভেবে বেদনায় নীল হই।
আট নাম্বার বিপদ সঙ্কেতের লাল ঝাণ্ডা ওড়ানো
নীল সমুদ্রের মতো লবণাক্ত হই।