মানুষ ও নারী

যখন আমার বয়স ছিলো সাত
বললে তুমি আমার দিকে আসছে কালো হাত
বললে তুমি ‘ঘরের ভেতর চুপটি করে থাকো”
বললে তুমি “শরীরটাকে কালো কপড়ে ঢাকো”
বললে তুমি “স্বাধীনভাবে চলতে আমার মানা”
বললে তুমি “খুব জরুরী শালীনতা জানা”
বললে তুমি “উচ্চ গলায় কথা বলা ভুল”
বললে তুমি “পাপ হবে রাখলে খোলা চুল”
বললে তুমি “মনে রেখো তুমি একজন নারী”
বললে তুমি “জীবন মানে স্বামী সংসার বাড়ি”
বললে তুমি অনেক কথা, বললে তুমি মা
আমিও যে মানুষ ছিলাম এটাই বললে না !!!