রক্তের রঙ সবারই তো লাল
ওপাড়ে শশ্মানে পুড়ছে আসিফা
এপাড়ে পুড়ছে তনু
এপাড়ের ঘরে কোরান তিলয়াত
ওপারে জপছো মনু।
পদ্মা গঙ্গা যে নামেই ডাকো
খোলসটুকু মেকি
নদী বইছে একই স্রোতে
নদীর ধর্ম একই।
তোমার হাতে ধর্ষক ত্রিশূল
আমার চাপাতি ধার
রক্তের রঙ সবারই তো লাল
এপাড় ওপাড়।