হাওয়া

ঘুমাচ্ছিস নিরঞ্জন?
তোর ওখানে এখন কোন ঋতু?
আমার এখানে দাহকাল
যেমনটা দেখে গিয়েছিস তুই
পাল্টায়নি কিছুই….
তোর সাথে যাবো বলে কথা দিয়েছিলাম। যাইনি।
শেকড় বড্ড খারাপ জিনিশ
তুই তো বড় বাচা বেঁচে গেছিস
অথচ সেদিনও আমি ভাবতাম তুই হেরে গেছিস
কিন্তু যেদিন তোর রেখে যাওয়া প্রেমিকাকে দেখলাম কি অহংকারী একটা শিরদাঁড়া নিয়ে দ্রুত উঠে যাচ্ছে সাফল্যের শীর্ষে
তখন মনে হলো সত্যিই তুই জিতে গেছিস।
আমি এখনো সেই তোর সাথে স্কুল পালানো বয়সেই থমকে আছি
ফুটবল মাঠে একটু ধাক্কা লাগলেই মুখ থুবড়ে পড়া আমি
আজও হাওয়া লাগলেই মুখ থুবড়ে পড়ে যাই
সেটা সমূদ্রের হোক অথবা নারীর….